রবিবার, ৯ নভেম্বর, ২০১৪

তাজ্জুদ পড়া কি অপরাধ | খালিদ সাইফুল্লাহ


তাহাজ্জুদের শাস্তি ব্যাভিচারের
চেয়ে বেশি।
=====================
======
ব্যাভিচারের যে শাস্তি তারচেয়েও
বেশী কঠিন শাস্তি তাহাজ্জুদ পড়ার!
হলে ছেলে নিয়ে রাত কাটানো, আর
রাতে তাহাজ্জুদ পড়া সমান অপরাধ!
এই তো!
বেশীদিন আগের কথা নয়। গত ফেব্রুয়ারির
১৮/১৯ তারিখের কথা।
সরস্বতী পূজা উপলক্ষে শামসুন্নাহার হল
খুলে দেওয়া হলো। সেই সুযোগে এক
মেয়ের
বয়ফ্রেন্ড রুমে লুকিয়ে রইলো সারারাত।
কোনরূপ টর্চার ছাড়াই উক্ত ছাত্রীকে হল
থেকে সসম্মানে বহিষ্কার করা হলো।
দুনিয়ার
কেউ তার নামও জানলো না। এমনকি!
ঘটনা আসলে মিথ্যা এই ধরনের
প্রচারণা চালাতেও
অনেকে দ্বিধা করলো না।
যদিও প্রোক্টরও স্বীকার করেছিলেন
ঘটনার
সত্যতা।
আর এই তো গত পরশু রাতে তাহাজ্জুদ
পড়া আর ইসলামী বই রাখার
অপরাধে কয়েকজন
ছাত্রীকে বহিস্কার করা হলো সেই
সাথে শারীরিক নির্যাতন ও করা হলো।
আজব
দেশের আজব ভার্সিটি আমাদের প্রাচ্যের
অক্সফোর্ড!
এখানে ব্যাভিচারের
যে শাস্তি তারচেয়েও বেশী কঠিন
শাস্তি তাহাজ্জুদ পড়ার!
ইয়ে!
তা নীলকররা যেমন দাঁড়ি রাখলে কর
নিতো,
টুপি পরলে কর নিতো, আমাদের জন্য হলেও
তেমন একটা ব্যবস্থা করেন না প্লীজ !
টাকা দিয়ে হলেও এতোটুকু মানবিক
স্বাধীনতাটুকু দেন। আপনারা কি নীল
করদের
চেয়েও নিকৃষ্ট নাকি?
পাঠক, জাস্ট একটু
তুলনা করেই দেখুন না। আগামীর জন্য কেমন
বাংলাদেশ রেখে যাচ্ছেন!

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪

ইসলামি ব্লগে আলেমরা স্বাগতম

বিসমিল্লাহীর রাহমানির্রাহীম

প্রিয় সুধী,
অল্প যোগ্যতাশীল লেখকদের একজন আমি "

আপনাদের উৎসাহ আমাকে প্রফুল্ল করে,  আল্লাহ তায়ালার সাহায্য কামনা করি।
আপনাদের কমেন্ট এর অপেক্ষায় থাকবো